হিজবুল্লাহর ড্রোন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল

হিজবুল্লাহর ড্রোন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল

গাজার কেন্দ্রস্থল ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলে হামলায় আল-জুওয়াইদা এবং আল-মাগাজি উদ্বাস্তু শিবিরসহ কয়েকটি এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি মারা গেছেন। সেইসাথে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন ইউনিটের কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ইসরায়েলের হামলায় ৪ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ। তবে কমান্ডারের মৃত্যুর কথা অস্বীকার করেছেন তারা। মঙ্গলবার লোহিত সাগরে হুথিদের ১৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

BkashBkash

ইউএন এজেন্সি ফর প্যালেসটিনিয়ান রিফিউজিস বলছে, যুক্তরাষ্ট্র আবারও গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা নিশ্চিত করার পর যুদ্ধবিরতি এখন জীবন-মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ হাজার ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

Scroll to Top