প্রথম মন্ত্রিসভায় আসছেন ১৪ জন

প্রথম মন্ত্রিসভায় আসছেন ১৪ জন

আহসানুল ইসলাম প্রয়াত আওয়ামী লীগ হাজি মকবুল আহমেদের ছেলে। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এবার তৃতীয় মেয়াদে খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে প্রথম সংসদ নির্বাচন করার আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মো. মহিববুর রহমান এবার দ্বিতীয় দফায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শফিকুর রহমান চৌধুরী বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রথম ২০০৮ সালে সিলেট–২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দ্বিতীয় দফায় ওই আসন থেকে সংসদে আসছেন তিনি।

নতুন মন্ত্রিসভায় পাঁচজন আসছেন, যাঁরা বিদায়ী মন্ত্রিসভায় না থাকলেও একসময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), সাবেক নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) এবং সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)।

Scroll to Top