এশিয়ান কাপ মাতানোর অপেক্ষায় ইউরোপের যে তারকারা

এশিয়ান কাপ মাতানোর অপেক্ষায় ইউরোপের যে তারকারা

কিম মিন-জা

দক্ষিণ কোরিয়া, বায়ার্ন মিউনিখ

গত বছর এশিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিল কিম মিন-জে। ১৯৯০ সালের পর নাপোলিকে লিগ শিরোপা উদ্ধারেও বড় ভূমিকা ছিল কিমের। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে সবাই চেনে ‘দ্য বিস্ট’ নামে। গত দলবদলে তিনি যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। বায়ার্নের হয়ে এ মৌসুমে খেলেছেন ২২ ম্যাচ। ২০১৭ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়েও খেলেছেন ৫৬ ম্যাচ।

লি কাং-ইন

দক্ষিণ কোরিয়া, পিএসজি

দক্ষিণ কোরিয়াকে এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিততে হলে লিকে বড় ভূমিকা রাখতে হবে। সনের সঙ্গে দারুণ একটি জুটিও গড়ে তুলতে হবে এই ফরোয়ার্ডকে। বর্তমানে পিসএজিতে খেলা লি চলতি মৌসুমে ১৬ ম্যাচে ৩ গোল ও ২টি সহায়তা করেছেন। রিয়াল মায়োর্কা থেকে পিএসজিতে আসা লি এশিয়ার বর্ষসেরা তরুণ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। এখন তিনি এশিয়ান কাপে নিজেকে মেলে ধরতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

তাকেফুসো কুবো

জাপান, রিয়াল সোসিয়েদাদ

লা লিগার ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেন তাকেফুসো কুবো। ২২ বছর বয়সী এই রাইট উইঙ্গার এই মৌসুমে রিয়াল সোসিয়েদাদের হয়ে লা লিগায় ১৮ ম্যাচে করেছেন ৬ গোল। আছে আরও ৩ গোলে সহায়তা। বয়সভিত্তিক ফুটবলে তিনি খেলেছেন বার্সেলোনায়। এরপর ২০১৯-২২ সাল পর্যন্ত ছিলেন রিয়াল মাদ্রিদে। যদিও পুরোটা সময় ধারেই খেলেছেন এই জাপানি। ২০২২ সাল থেকে আছেন সোসিয়েদাদে।

Scroll to Top