ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়া, গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় নয়টি মামলা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। তবে আরও দুটো মামলা চলমান থাকায় এখনই জামিন পাচ্ছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার ১০ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ১০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়।
জানা গেছে, পল্টন ও রমনা থানার নাশকতার দুই মামলায় কারাগারে থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী আসাদুজ্জামান। বিএনপি মহাসচিব বয়স্ক এবং অসুস্থ, তার জামিনের বিষয়টি বিবেচনার জন্য আদালতের প্রতি আবেদন জানান তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা ৯ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে পুলিশ হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত দেয়নি আদালত।