বিএনপি মানবাধিকার দিবসেও সারাদেশে নাশকতার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন: নাশকতা প্রতিরোধে নেতাকর্মীরা সতর্ক অবস্থায় থাকবেন, তারা যেন নাশকতা না করতে পারে।
শনিবার ৯ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। এসময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন: নির্বাচন নিয়ে দেশী-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। আমরা এসব ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। যারা নির্বাচনের পক্ষের শক্তি তারা যেকোন ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থায় থাকবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, তাদের অনেকেই কিন্তু জেলহত্যা কিংবা আগস্টের গ্রেনেড হামলা নিয়ে কোনো কথা বলেন না। বিএনপি জোট সরকারের সময়কালের ধর্ষণ নিয়েও কথা বলেন না।
তিনি বলেন: বিএনপিসহ যারা নির্বাচনে আসেনি, নির্বাচনের বিরুদ্ধে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। তাই তারা এখন নাশকতার পরিকল্পনা করছে, গুপ্ত হামলা করছে, অগ্নিসন্ত্রাস করছে।