অভিজ্ঞতা নিতে নয়, জিততে এসেছিলাম: শান্ত

অভিজ্ঞতা নিতে নয়, জিততে এসেছিলাম: শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট

ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টে জয়ের সম্ভবনা জাগিয়েও হারল বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনে মাত্র ১৩৭ রানের লিড দাঁড় করিয়েছিল বাংলাদেশ। পরে বোলিংয়ে নেমে ৬৯ রানে কিউইদের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভবনা উজ্জ্বল করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় অবশ্য মিলেনি। গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের শেষ দিকে প্রতিরোধে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

মিরপুরে পিচে টেস্টের প্রথম ঘণ্টা থেকেই স্পিন ধরেছে। স্পিন দাপটে ১৭৭.১ ওভারেই ম্যাচের ফল বের হলো। দিনের হিসেব ধরলে দুই দিনেই! অতি স্পিন নির্ভর পিচ নিয়ে কথা উঠেছে। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি বলেছেন, ‘সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে বাজে পিচে টেস্ট খেললাম!’। তবে এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেছেন, ঘরের মাঠের সুবিধা নেওয়াই যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটে তো আমরা উন্নতি করতে আসি নাই, জিততে আসছি। এখানে জেতার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের সুবিধা অবশ্যই নেওয়া উচিত।’

দেশের মাঠে বারবার স্পিন নির্ভর উইকেট খেলে বিদেশে ভালো করতে পারে না বাংলাদেশ, এমন অভিযোগ পুরনো। তবে বিদেশে ভালো করার জন্য দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচকে ‘অনুশীলন’ বানাতে আপত্তি শান্তর। বলেছেন ঘরোয়া ক্রিকেটে তেমন পিচ বানিয়ে অনুশীলন করা যায়। আর আন্তর্জাতিক ম্যাচে অনুশীলন নয়, জয়ের জন্যই মাঠে নামা উচিত।

শান্ত বলেছেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলি, সেখানে আমরা ভালো উইকেটে বা এমন কন্ডিশন বানায়ে অনুশীলন করতে পারি। যখন আমরা হোমে খেলব আমরা এনসিএলে এমন উইকেটে খেললাম। ’

‘আবার অ্যাওয়ের জন্য দুই তিনটা উইকেট আমরা এভাবে বানালাম। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট অনুশীলনের জায়গা না। এখানে উন্নতি করারও কিছু নাই যে ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম। এখানে আমরা জেতার জন্য আসি।’

সারাবাংলা/এসএইচএস

Scroll to Top