সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র লাইবেরিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাঁদের মধ্যে প্রেসিডেন্ট উইয়াহর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এক কর্মকর্তাও রয়েছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, সরকারি তহবিলের অপব্যবহার এবং বিরোধীদের ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়।
পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ লাইবেরিয়া দুর্নীতির মহামারির জন্য পরিচিত। যদিও বিশ্বের অন্যতম একটি দরিদ্র দেশ এটি।
গত মাসে লাইবেরিয়ার সাধারণ নির্বাচনে প্রবীণ রাজনীতিক জোসেফ বোয়াকাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অভ্যুত্থান ও অস্থিতিশীলতার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।