রাজধানীর মিরপুরের গৈদারটেক এলাকায় জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নাগরিক সমাজ। ল্যাবনির্মাণ কাজ বন্ধে এবং জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীকে শুক্রবার একটি চিঠিও দিয়েছেন তাঁরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নাগরিক সমাজের পক্ষে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্র নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির ও পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।