মাঠ ও মাঠের বাইরে সময়টা বেশ খারাপ যাচ্ছে ব্রাজিল ফুটবলের। বিশ্বকাপ বাছাই পর্বে রীতিমতো ধুঁকছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার অনিয়মের অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারশনের সভপতির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এডনালডো রদ্রিগেজকে। ২০২২ সালে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে এই সিদ্ধান্ত নেয় দেশটির একটি আদালত।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে দেশটির স্টেট কোর্ট অফ জাস্টিস জানিয়েছে, রদ্রিগেজের স্থলে সিবিএফ-এর অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সুপ্রিম কোর্ট অব স্পোর্টর্সের বিচারপতি হোসে পারদিসকে দায়িত্ব দেয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে সিবিএফের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন সময় ও নীতিমালা ঘোষণা করবেন পারদিস।
তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়টি ফিফা নজরে রাখছে। কনফেডারেশনে হস্তক্ষেপের অভিযোগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদস্যপদ স্থগিত করতে পারে ফিফা। সেক্ষেত্রে ফিফার আন্তর্জাতিক ম্যাচ ও ইভেন্ট থেকে নিষিদ্ধ হতে পারে ব্রাজিল। রদ্রিগেজের অবশ্য তাকে অপসারণের বিষয়ে আপিল করতে পারবেন।
/আরআইএম