মস্কো, ০৮ ডিসেম্বর – ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এই নির্বাচনে জিতলে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবেন।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সাহসিকতার জন্য এ সময় বেশ কয়েকজন সেনাকে স্বর্ণপদক দেয়া হয়। অনুষ্ঠানে পুতিনকে এক সেনা কর্মকর্তা জিজ্ঞাসা করেন, তিনি আগামী নির্বাচনে লড়বেন কিনা। পুতিন বলেন, তিনি নির্বাচনে লড়বেন।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ জানায়, ২০২৪ সালের ১৭ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।
রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটরেরা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেন।
১৯৯৯ সালে বছরের শেষদিন পুতিনের হাতে প্রেসিডেন্টের ক্ষমতা তুলে দেন বরিস ইয়েতসিন। এরপর থেকে তিনি রাশিয়ার ক্ষমতার মসনদে বসে আছেন। জোসেফ স্তালিনের পর আর কোনো রুশ শাসক এতদিন ক্ষমতায় থাকতে পারেননি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩