ঢাকা, ১৪ জানুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপে না খেললে আর্থিক ক্ষতির বড় বোঝা বহন করতে হবে ক্রিকেটারদেরই।
বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল বলেন, ভারতের ভেন্যু নিয়ে বোর্ডের অনড় অবস্থানের কারণে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে ক্রিকেটাররা ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস থেকে বঞ্চিত হবেন।
বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুড়ে দেন বিসিবি পরিচালক। তিনি বলেন, ক্রিকেটাররা কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিতে না পারলে বোর্ড তো তাদের পেছনে ব্যয় করা কোটি কোটি টাকা ফেরত চায় না। তাহলে এখন ক্ষতিপূরণের প্রশ্ন আসে কীভাবে?
নাজমুলের ভাষ্য, বাংলাদেশ এখনো কোনো বৈশ্বিক ট্রফি জিততে না পারলেও বিসিবি কখনোই ক্রিকেটারদের পেছনে বিনিয়োগ কমায়নি। বরং সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে বোর্ড। এমন অবস্থায় বারবার ব্যর্থতার পর ক্ষতিপূরণ দাবি করা যুক্তিসংগত নয় বলে তিনি মন্তব্য করেন।
ভবিষ্যতে ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক পারফরম্যান্সভিত্তিক করার ইঙ্গিতও দেন তিনি। নাজমুল বলেন, এটি তার ব্যক্তিগত মত হলেও সামনে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত আলোচনায় আসতে পারে। মাঠে পারফরম্যান্স না থাকলে দায়ভার ক্রিকেটারদেরই নিতে হবে।
এদিকে আইসিসি থেকে ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে। এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের ক্রিকেটও বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬







