২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি – বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এসব দেশের নাগরিকরা আর মার্কিন ভিসা পাবেন না।

বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল বলে বিবেচিত, মূলত তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। এতে বর্তমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়নের কথা জানিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে যেন ওইসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।

যদিও ৭৫টি দেশের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তবে প্রতিবেদনে রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে নতুন ও কঠোর যাচাই-বাছাই নীতি অনুসরণের কথা জানায়। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা—যেমন স্বাস্থ্যসেবা, ইংরেজি ভাষা শিক্ষা, আর্থিক সুবিধা বা দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা গ্রহণ করতে পারেন বলে মনে হয়, তাদের ভিসা আবেদন বাতিল করতে হবে। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের ব্যক্তিদের ক্ষেত্রেও ভিসা না দেওয়ার নির্দেশনা ছিল।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, “ভিসা প্রদান প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সে কারণে আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত রাখা হয়েছে। বিদেশি নাগরিকদের মাধ্যমে মার্কিন সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর অতিরিক্ত চাপ পড়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬



Scroll to Top