মুস্তাফিজ ইস্যুতে ক্ষোভ ঝরালেন মিশা সওদাগর – DesheBideshe

মুস্তাফিজ ইস্যুতে ক্ষোভ ঝরালেন মিশা সওদাগর – DesheBideshe

ঢাকা, ০৫ জানুয়ারি – আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সুযোগ পাওয়া সত্ত্বেও স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তির কারণে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সরাসরি বিসিসিআইকে ‘ধিক্কার’ জানিয়েছেন।

গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মিশা সওদাগর। এ সময় মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু প্রসঙ্গ উঠলে তিনি বলেন, মুস্তাফিজ আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির সঙ্গে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের ধিক্কার জানাই।

ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেতা মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার মধ্যে অহংকারের কোনো ছাপ নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত।

রাজনীতি ও সংস্কৃতির সংঘাত নিয়ে মিশা সওদাগর বলেন, সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা খুবই কুরুচিপূর্ণ। তার মতে, শিল্প ও ক্রীড়াঙ্গন উন্মুক্ত ও স্বাধীন থাকা উচিত, যেখানে রাজনীতির কোনো স্থান থাকা ঠিক নয়।

তিনি আরও বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তারা খুবই বাজে রুচি দেখিয়েছে। এই মনোভাবের তীব্র নিন্দা জানাই।

মিশা সওদাগরের মতে, মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬



Scroll to Top