তেল আবিব, ০৪ জানুয়ারি – ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
কাতারের আল-জাজিরার প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে তিনি এই অভিনন্দন জানান।
ট্রাম্পকে ট্যাগ করা ওই পোস্টে নেতানিয়াহু লিখেছেন, স্বাধীনতা এবং ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং সাহসী সেনাদের অসাধারণ পদক্ষেপের জন্য আমি আপনাকে স্যালুট জানাই।
এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬





