বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা।মধ্যপ্রাচ্যের আকাশে ভাসছে যুদ্ধের শঙ্কা, আর সেই উত্তেজনার কেন্দ্রে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কয়েক বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন, ইরান শুধু ইসরায়েলের জন্য নয়—পুরো বিশ্বের জন্যই একটি বড় হুমকি। আর সেই হুমকির কথা মাথায় রেখেই, গত জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দেন।
কিন্তু সেই হামলাতেও কি সন্তুষ্ট হয়েছে ইসরায়েল?ঘটনাপ্রবাহ বলছে—না। বরং এখন মনে করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে নেতানিয়াহু সরকার। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।






