বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিবিদ ও টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মাহমুদুল হাসান টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য। তিনি এক ছেলে, এক কন্যা ও চার নাতি–নাতনি রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাহমুদুল হাসান মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মন্ত্রিপরিষদের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে তিনি প্রথম এবং ১৯৯৬ ফেব্রুয়ারি ও ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১২ সালে জাতীয় পার্টির এমপি আবুল কাশেমের নির্বাচন বাতিল হওয়ার পর উপনির্বাচনে পুনরায় নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে অংশগ্রহণ করেন নাই। ডিসেম্বর ২০১৮ নির্বাচনে আওয়ামী লীগের ছানোয়ার হোসেনের কাছে পরাজিত হন।

তিনি ১৯৮৯-১৯৯০ সালে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৯ সালে টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে প্রতিষ্ঠাতা করেন। ১৯৯৩ সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান নামে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি।

Scroll to Top