রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচন। এরই মধ্যে শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী। তবে তাঁরা সমর্থন জানিয়েছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলকে।
প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া দুই শিক্ষার্থী হলেন স্বতন্ত্র প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তামজিদ ইমাম অর্ণব ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম। তামজিদ ইমাম অর্ণব ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। মাজহারুল ইসলাম একই প্যানেলের ক্রীড়া সম্পাদককে সমর্থন দিয়েছেন।



