জাতিসংঘের প্রথম গ্লোবাল পিস অ্যাডভোকেট নাইজেরিয়ার কবি মরিয়ম বুকার হাসান | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘের প্রথম গ্লোবাল পিস অ্যাডভোকেট নাইজেরিয়ার কবি মরিয়ম বুকার হাসান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নাইজেরিয়ার কথাশিল্পী ও কবি মরিয়ম বুকার হাসানকে জাতিসংঘের শান্তির জন্য প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মনোনীত করা হয়েছে। চলতি বছর থেকেই এই ঐতিহাসিক দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

রোববার (২৮ ডিসেম্বর) জাতিসংঘের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।

শান্তি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে মরিয়ম এক কবিতায় বলেন, শান্তি এমন নীরবতা নয় যা আপনি মানুষের মুখে জোর করে চাপিয়ে দেন। এটি যুদ্ধের অনুপস্থিতি নয়; এটি বোঝার উপস্থিতি।

জাতিসংঘ পরিবারে মরিয়ম বুকার হাসানকে স্বাগত জানিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আমরা যেদিকেই তাকাই, শান্তি আক্রমণের মুখে। সর্বত্র, সবার জন্য শান্তির পক্ষে কথা বলার জন্য আমাদের মরিয়মের মতো শক্তিশালী কণ্ঠস্বর প্রয়োজন।

জাতিসংঘ আশা প্রকাশ করেছে, কবিতা ও কথাশিল্পের মাধ্যমে মরিয়ম বুকার হাসান বিশ্বজুড়ে শান্তি, সংলাপ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Scroll to Top