৫ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে সৌদি আরব | চ্যানেল আই অনলাইন

৫ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে সৌদি আরব | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি আরবই সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) রাজ্যসভায় উপস্থাপিত সরকারি তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এই বহিষ্কারগুলোর পেছনে প্রধান কারণ ছিল অভিবাসন-সম্পর্কিত লঙ্ঘন। এর মধ্যে বিশেষ করে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান (ভিসা ওভারস্টে) এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা বেশি ছিল। অবৈধ সীমান্ত অতিক্রমের সঙ্গে এসব বহিষ্কারের সম্পর্ক তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, অনেক বিদেশি সরকার নিয়মিতভাবে আটক বা গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানায় না। তবে ‘ইমার্জেন্সি সার্টিফিকেট’ বা জরুরি ভ্রমণ নথির মাধ্যমে সম্পন্ন নির্বাসনের পরিসংখ্যান বিদেশে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে নেওয়া আইন প্রয়োগমূলক পদক্ষেপের একটি নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে।

তিনি আরও জানান, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিকের কারণে সেখানে অভিবাসন ও শ্রম আইন সংক্রান্ত লঙ্ঘনের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। ফলে সৌদি আরবসহ কয়েকটি দেশে ভারতীয় নাগরিকদের বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Scroll to Top