এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের নিট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪৯ বিলিয়ন ডলার। ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, এর মধ্য দিয়ে মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন।
রোববার ২১ ডিসেম্বর জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট মাস্কের ২০১৮ সালের টেসলা স্টক অপশনভিত্তিক বেতন প্যাকেজ পুনর্বহাল করে। এই প্যাকেজটির বর্তমান মূল্য প্রায় ১৩৯ বিলিয়ন ডলার, যা দুই বছর আগে নিম্ন আদালত “অকল্পনীয়” বলে বাতিল করেছিল। সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করে, ২০২৪ সালে বেতন প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত মাস্কের জন্য অন্যায্য ও অসম ছিল।
রায়ের ফলে টেসলায় মাস্কের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে। তিনি আগেই জানিয়েছেন, কোম্পানির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখাই তার প্রধান উদ্বেগ। ২০১৮ সালের প্যাকেজের সব স্টক অপশন প্রয়োগ করা হলে টেসলায় তার মালিকানা বর্তমান প্রায় ১২.৪ শতাংশ থেকে বেড়ে ১৮.১ শতাংশে পৌঁছাবে।
এদিকে টেসলা নতুন একটি বেতন প্যাকেজও অনুমোদন করেছে, যার সম্ভাব্য মূল্য কোম্পানির নির্ধারিত লক্ষ্য পূরণ হলে ৮৭৮ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এর আওতায় নতুন শেয়ার ইস্যু করা হবে, তবে সেগুলো পেতে মাস্ককে নির্দিষ্ট কর্মক্ষমতা লক্ষ্য অর্জন করতে হবে।
এই সপ্তাহের শুরুতেই মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের নিট সম্পদ অতিক্রম করেন। স্পেসএক্সকে ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার সম্ভাবনার খবরে তার সম্পদের মূল্য আরও বাড়ে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের একটি দীর্ঘমেয়াদি বেতন পরিকল্পনা অনুমোদন করেন, যা ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট ক্ষতিপূরণ প্যাকেজ হিসেবে বিবেচিত হচ্ছে। বিনিয়োগকারীরা ইভি (ইলেক্ট্রিক ভেহিকেলস) নির্মাতা টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সভিত্তিক প্রযুক্তি জায়ান্টে রূপান্তরের মাস্কের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানিয়ে এই অনুমোদন দেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় ইলন মাস্কের সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।




