এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঘন কুয়াশার কারণে ভারতের উত্তর প্রদেশের মথুরায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ৭টি বাস ও ৩টি গাড়ির সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ জন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দৃশ্যমানতা কম থাকায় একাধিক যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মথুরার এসএসপি শ্লোক কুমার জানান, উদ্ধার ও তল্লাশি কার্যক্রম প্রায় শেষ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কারও অবস্থা গুরুতর নয়। যান চলাচল স্বাভাবিক করতে এক্সপ্রেসওয়ে পরিষ্কারের কাজ চলছে।
জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রপ্রকাশ সিংহ ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, আপাতত ত্রাণ ও চিকিৎসাই অগ্রাধিকার পাচ্ছে। দুর্ঘটনার কারণ পরে তদন্ত করা হবে।




