ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে নরওয়ের রাজধানী অসলোতে যাওয়ার সময় গুরুতর আহত হন। তার মুখপাত্র ক্লডিয়া ম্যাসেরো জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ নৌকা ভ্রমণের সময় মাচাদোর মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র ক্লডিয়া ম্যাসেরোর বরাতে জানানো হয়, উত্তাল সমুদ্রে দ্রুতগতির নৌকায় যাত্রাকালে দুর্ঘটনাটি ঘটে। অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন।
রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাচাদোকে গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিষেধ করা হয়। এরপর থেকেই তিনি নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন।
মার্কিন গণমাধ্যম জানায়, ছদ্মবেশে একটি জেলে নৌকায় করে ভেনেজুয়েলা থেকে কুরাকাও দ্বীপে পৌঁছে পরে ব্যক্তিগত বিমানে নরওয়ে যান মাচাদো।
আহত হওয়ায় পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে মেয়ে পুরস্কার গ্রহণ করে মাদুরো সরকারের সমালোচনা করে বক্তব্য দেন।
এর কয়েক ঘণ্টা পর অসলোতে একটি হোটেলের বারান্দা থেকে সমর্থকদের অভিবাদন জানান মাচাদো, যা এক বছরের মধ্যে তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।
এদিকে মাচাদোর আহত হওয়ার খবরে প্রেসিডেন্ট মাদুরো টেলিভিশনে কটাক্ষ করে মন্তব্য করেন।




