নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে গেলেন বিএনপি মনোনীত প্রার্থী | চ্যানেল আই অনলাইন

নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে গেলেন বিএনপি মনোনীত প্রার্থী | চ্যানেল আই অনলাইন

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ তার ব্যক্তিগত কারণ ও নিরাপত্তার শঙ্কায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন৷

বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেন, সম্প্রতি নানা ঘটনায় তিনি ও তার পরিবার বিচলিত। এ কারণে পরিবারের চাপে ও নিরাপত্তার শঙ্কা থেকে নির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছেন। তবে পরবর্তীতে যিনিই দলের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নেবেন, তার পাশে থেকে তাকে সহযোগিতা করবেন।

এসময় তিনি বিএনপির নেতাকর্মী ও ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, গত পাঁচ মাস ধরে এ আসনে ভোটার ও নেতাকর্মীরা তার আহ্বানে সাড়া দেয়ায় তিনি সকলের কাছে কৃতজ্ঞা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর সারা দেশে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করা হয়। মাসুদ মডেল গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য।

Scroll to Top