এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের পাঞ্জাব সংসদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাষ্ট্রবিরোধী হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করার প্রস্তাব গৃহীত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিটিআই আইনপ্রণেতারা সংসদ বয়কট করার পরও প্রস্তাবটি সরকারের পক্ষের সদস্যরা পাশ করেন।
সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা ছড়ানোর কারণে দল ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। পিটিআই নেতারা তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবকে অযৌক্তিক ও রাজনীতিক উদ্দীপক হিসেবে নিন্দা করেছেন।
অন্যদিকে আদিয়ালা জেলায় ইমরান খানের পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ চলছেই। তার বোনেরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন, তবে জেলে সাক্ষাৎ বারবার বঞ্চিত হয়েছেন। পিটিআই নেতারা সরকারের কাছে বৈধ সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পাঞ্জাব তথ্য মন্ত্রী আসমা বোখারি সতর্ক করে বলেছেন, পিটিআইয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড যদি চলতে থাকে, তাহলে পার্টি নিষিদ্ধ বা গভর্নরের শাসনের মতো বিকল্পও বিবেচনা করা হতে পারে।



