এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তবর্তী দূরবর্তী বন্যাঞ্চলে শনিবার (৬ ডিসেম্বর) শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩৭ মাইল উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন টেরিটরির হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্তা ম্যাকলিয়ড জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর দুইটি ৯১১ কল পৌঁছেছে। এটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই জানিয়েছেন যে তারা ভূমিকম্পটি টের পেয়েছেন।
ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যে অংশে ভূমিকম্পের প্রভাব বেশি ছিল, সেটি পাহাড়ি এলাকা এবং সেখানে মানুষের বসতি কম। মূলত লোকজন ঘরের তাক ও দেয়াল থেকে জিনিস পড়ে যাওয়ার কথা জানিয়েছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
বার্ড আরও জানান, ভূমিকম্পের কেন্দ্রের নিকটতম কানাডিয়ান জনবসতি হলো হেইনস জাংশন, যা প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী ২০২২ সালে এ এলাকার জনসংখ্যা ছিল ১ হাজার ১৮ জন।
ভূমিকম্পের কেন্দ্র থেকে আলাস্কার ইয়াকুতাত মাত্র ৫৬ মাইল দূরে যেখানে ইউএসজিএসের তথ্যমতে প্রায় ৬৬২ মানুষ বসবাস করে।
ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬ মাইল গভীরে সংঘটিত হয় এবং এর পরপরই কয়েকটি ছোট আফটারশক অনুভূত হয়।




