এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পুতিনের ভারত সফরকে ঘিরে আবারও বিশ্বব্যাপী আলোচনায় শীর্ষে উঠে এসেছে তার বহুল নিরাপত্তা-সজ্জিত বাহন ‘অরুস সেনাত’। রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বিলাসবহুল লিমুজিন বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ রাষ্ট্রীয় গাড়িগুলোর একটি হিসেবে পরিচিত।
আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, অরুস সেনাত রাশিয়ার কোরতেজ প্রকল্পের অংশ হিসেবে তৈরি একটি রাষ্ট্রীয় লিমুজিন। গত সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর পুতিন তার অরুস সেনাতে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে সঙ্গে নিয়ে বৈঠকের স্থানে যান। প্রায় দশ মিনিট অপেক্ষার পর মোদি গাড়িতে ওঠেন, এরপর প্রায় এক ঘণ্টা তারা গাড়িতে বসে আলাপ করেন।
২০১৮ সালে পুতিনের শপথ অনুষ্ঠানে প্রথমবার এটি দেখা যায়। রাশিয়ার নামি গবেষণা প্রতিষ্ঠান নেমি, সোলারস নামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি সংস্থার যৌথ উদ্যোগে গাড়িটি তৈরি করা হয়। এর নকশা, গঠন ও আরামদায়ক বৈশিষ্ট্যের জন্য অনেকে একে রাশিয়ার বিলাসবহুল রাষ্ট্রীয় গাড়ি বলে আখ্যা দেন। এর আগে পুতিন বিদেশি নির্মাতার সুরক্ষিত গাড়ি ব্যবহার করলেও পরবর্তীতে রাশিয়া নিজেরাই রাষ্ট্রপতির জন্য এমন উন্নত বাহন তৈরির সিদ্ধান্ত নেয়।
অরুস সেনাতকে প্রায় ‘অভেদ্য’ বলা হয় এর উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো—
- সম্পূর্ণ বুলেট প্রতিরোধী গঠন: ভারী অস্ত্র থেকে নিক্ষিপ্ত গুলিও প্রতিরোধ করতে সক্ষম।
- ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধী: বিস্ফোরণ ও আকাশপথের আক্রমণ থেকেও সুরক্ষা নিশ্চিত করে।
- জলে ভেসে থাকার সক্ষমতা: গাড়িটি পানিতে পড়ে গেলেও ভেসে থাকতে পারে এবং নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত চলতে পারে।
- টায়ার নষ্ট হলেও চলার ক্ষমতা: সব টায়ার নষ্ট হলেও দ্রুতগতিতে চলতে পারে।
- রাসায়নিক হামলা প্রতিরোধ: বিশেষ বায়ু শোধন ব্যবস্থা কেবিনে কোনো বিষাক্ত গ্যাস ঢুকতে দেয় না।
- উচ্চক্ষমতার ইঞ্জিন: দ্রুত গতি তুলতে সক্ষম, যা সংকটময় পরিস্থিতিতে পালানোর সুবিধা দেয়।
- বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জা: উন্নত মানের চামড়া, কাঠের প্যানেল, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গোপন যোগাযোগ সুবিধা রয়েছে।
অরুস সেনাতের সাধারণ সংস্করণের দাম প্রায় ১৮ মিলিয়ন রুবল যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা। তবে পুতিনের ব্যবহৃত বিশেষ সংস্করণটি সাধারণ মডেলের দ্বিগুণেরও বেশি দামি এবং এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা রাষ্ট্রীয় কারণে প্রকাশ করা হয় না।


