আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্টের কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষ করার পর যুদ্ধ বন্ধে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয়, রুশ ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন।

এদিকে, যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কিয়েভের কর্মকর্তারা জানান, রুশ সেনাদের হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে ব্যাপক ও সম্মিলিত শত্রু হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, রুশ কর্মকর্তারা জানিয়েছেন যে, রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত তিনজন নিহত হয়েছেন।

এর আগে, রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না।

Scroll to Top