এখন বৈশ্বিক সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির চেয়ারম্যান ইমরান করিম। তিনি বলেন, হয়তো বিলিয়নিয়ার তৈরি হচ্ছে। তবে আরও বেশি মধ্যবিত্ত দরকার।
তারুণ্যের প্রত্যাশা নিয়ে শাহ গ্রুপের পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক বলেন, ভবিষ্যতে পরিবর্তনের প্রত্যাশা পূরণ না হলে আবারও বিদ্রোহ হবে। ২০ বছরের নীরবতা ভেঙে মানুষ রাস্তায় নেমেছে, এটা প্রতিনিয়ত হতে থাকবে। নিজ দেশেই মানুষ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে গিয়েছিল। তাই মানুষ প্রতিরোধ করেছে।


