এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি তাইওয়ান নিয়ে মন্তব্যের পর চীন আবারও জাপানি সীফুডের আমদানি নিষিদ্ধ করেছে। ২০২৩ সালে ফুকুশিমা প্ল্যান্ট থেকে রেডিওঅ্যাকটিভ পানি সাগরে ছড়ানোর পর শুরু হওয়া এই নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হয়েছে।
১৯ নভেম্বর বুধবার,প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানায়।
তাকায়চির মন্তব্যে চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তার বক্তব্য প্রত্যাহারের দাবি করেছে। এর পরিপ্রেক্ষিতে, চীন-জাপান সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।





