সিলেট টেস্ট: প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট

সিলেট টেস্ট: প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিলেট টেস্টের প্রথম দিনটা এককভাবে কারও বলা যাবে না। শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা আয়ারল্যান্ড প্রথম দিনে ২৭০ রান তুলেছে। বিনিময়ে বাংলাদেশ আইরিশদের ৮ উইকেট তুলে নিয়েছে। আটটি উইকেট তুলে নেওয়াতে বাংলাদেশকে খানিকটা এগিয়েই রাখতে হবে বটে।

আগে বোলিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট পেয়েছিল বাংলাদেশ। তবে তারপর পল স্ট্যার্লিং, কেড কারমাইকেলরা পরে দারুণ প্রতিরোধ গড়েছেন। মিডল অর্ডারে রান পেয়েছেন কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার। যার ফলে টেস্টের প্রথম দিনে এককভাবে প্রভাব বিস্তার করতে পারেনি বাংলাদেশ। আগামীকাল দিনের শুরুতেই আইরিশদের বাকি দুই উইকেট তুলে নিয়ে নিশ্চয় ম্যাচে অনেকটা এগিয়ে থাকতে চাইবে স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুটা অবশ্য ভালো হয়নি আইরিশদের। হাসান মাহমুদের করা ইনিংসের চতুর্থ বলেই ফিরেছেন আইরিশ ওপেনার আন্দ্রে বালবার্নি।

তবে তারপর তিনে নামা কেড কারমাইকেলকে নিয়ে অপর ওপেনার পল স্ট্যার্লিং দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। স্বভাবত আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন স্ট্যার্লিং। অবশ্য আইরিশ হার্ড হিডার ওপেনারের ইনিংসে বাংলাদেশি ফিল্ডারদের ‘অবদানও’ অনেক! শুরুর দিকে বাববার ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা, যার মধ্যে স্ট্যার্লিংয়েরই দুটি!

১ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। বিরতি থেকে ফিরেই বাংলাদেশের জোড়া আঘাত। মধ্যাহ্ন বিরতির পরের ওভারেই নাহিদ রানার বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ হন স্ট্যার্লিং। ফেরার আগে ৭৬ বলে ৯টি চারের সাহায্যে করেছেন ৬০ রান।

পরের ওভারে হ্যারি ট্যাক্টরকে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৩ বলে ১ রান করা ট্যাক্টরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। এরপর কেড কারমাইকেল, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকারের ব্যাটে দারুণ দুটি জুটি পেয়েছে বাংলাদেশ। দলীয় ১৫০ রানের মাথায় কারমাইকেলকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ফেরার আগে ১২৯ বলে ৭টি চারের সাহায্যে ৫০ রান করেন আইরিশ তারকা।

মিডল অর্ডারে দারুণ খেলতে থাকা কার্টিস ক্যাম্ফার ও লোরকান টাকার দুজনের একজনও অবশ্য ফিফটি পাননি। দুজনকেই ফিফটি বঞ্চিত করেছেন অভিষিক্ত হাসান মুরাদ। ৪৪ রান করে আউট হয়েছেন ক্যাম্ফার, আর লোরকান টাকার করেছেন ৪১ রান।

দিনের শেষ সেশনে আরও দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। সেই দুটি উইকেট নিয়েছেন অপর দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। দিন শেষে মেহেদি মিরাজই সেরা বোলার। ৫০ রান খরচায় তিন উইকেট নিয়েছেন তিনি। হাসান মুরাদ নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

৯০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। দিনের খেলা শেষ হওয়ার সময় আয়ারল্যান্ডের হয়ে ২১ রানে অপরাজিত ছিলেন ব্যারি ম্যাককার্থি।

Scroll to Top