গুলশান-বনানীতে আন্দালিভ পার্থের পক্ষে জাতীয় ছাত্রসমাজের র‌্যালি | চ্যানেল আই অনলাইন

গুলশান-বনানীতে আন্দালিভ পার্থের পক্ষে জাতীয় ছাত্রসমাজের র‌্যালি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘আপনাদের প্রতিটি ভোট নিয়ে আসতে পারে পরিবর্তন’-এমন স্লোগানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র দলীয় প্রতীক ‘গরুর গাড়ি’ মার্কার প্রচারণা র‌্যালি করেছে দলটির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ।

র‌্যালিতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব তওসীফ মুস্তফা ত্বকী, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান, সদস্য সচিব সালমান হোসাইনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (৭ নভেম্বর) র‌্যালি শুরুর আগে জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব তওসীফ মুস্তফা ত্বকী এবং ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সালমান হোসাইন বক্তব্য রাখেন।

এসময় সাইফুল ইসলাম বলেন, আন্দালিব রহমান পার্থ তার ব্যাক্তি ইমেজ এবং বলিষ্ঠ কণ্ঠস্বর এর মাধ্যমে ইতোমধ্যে জনমনে জায়গা করে নিয়েছেন। তার নির্বাচনে জয়লাভ করার জন্য অন্য কোনো দল কিংবা গোষ্ঠীর ওপরে নির্ভর করতে হয় না।

র‌্যালিটি গুলশান ডিসিসি মার্কেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে কামাল আতাতুর্ক সড়ক হয়ে বনানী সুপার মার্কেট প্রদক্ষিণ করে শেষ হয়।

Scroll to Top