প্রবাসী নাসির উদ্দীনের স্ত্রী ববি আক্তার বলেন, ‘আমি আমার দুই শিশুসন্তানকে নিয়ে গত কয়েক দিন পাশের জায়লস্কর ইউনিয়নের বারাহীগোবিন্দ এলাকায় বাবার বাড়িতে ছিলাম। শুক্রবার রাতে ঘরে কেউই ছিল না, তালাবদ্ধ ছিল। খবর পেয়ে বাড়ি গিয়ে দেখি ঘরের প্রধান ফটকের তালা ভাঙা, দরজা ভাঙা, আলমারির তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র সব এলোমেলো। চোরের দল আলমারিতে থাকা প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, হীরার একটি রিং ও দুটি নাক ফুল, ১২ হাজার টাকা, মোট ৫৫ লাখ ১২ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ববি আক্তার আরও বলেন, ‘স্বামী কাতারে থাকায় বেশির ভাগ সময় দুই সন্তান নিয়ে আমি বাবার বাড়িতে থাকি। এ সময় ঘর তালাবদ্ধ থাকে।’




