প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠিয়েছে চীন | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠিয়েছে চীন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবারের মত শেনচৌ-২১ নামে মহাকাশযানে চড়ে ৩ নভোচারী সঙ্গে ৪টি ইঁদুর চীনের মহাকাশ স্টেশন তিয়ানগং-এর পথে যাত্রা করে।

শেনঝৌ-২১ মিশন স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

নভোচারীরা প্রায় ৬ মাস তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থান করে ২৭টি বৈজ্ঞানিক প্রকল্পে কাজ করবেন। আর ওজন শূন্যতায় ইঁদুরের আচরণ নিয়ে গবেষণার জন্য প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠালো চীন। পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইঁদুরগুলো পৃথিবীতে ফিরে আসবে। ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী প্রেরণের লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচি চালাচ্ছে চীন।

Scroll to Top