সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রিয়াজ (২১), আক্তার হোসেন (১৯), নাজমুল (২২), হেলাল (২০), রাফি (২০), লিমন (২০), স্বপন (৩০), ইমন (১৯), জাহিদ (২৪), আল আমিন (২২), নাঈম (২৫), মুক্তার (২৪), শাকিল (২৬), মমতাজ (২৩), রিয়াদুল (২৮), বাবু (২৭), আলাউদ্দিন (২৯), চান মিয়া (৪৫), হাসিবুল (২৬) ও শাকিল (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৮





