আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত: দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত: দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনায় ব্যর্থতার পর কাবুলকে নিয়ে বেশ কড়া মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি অভিযোগ করেছেন, ভারত কাবুলকে নিয়ন্ত্রণ করে পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করছে।

আজ (২৯ অক্টোবর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, জিও নিউজের একটি অনুষ্ঠান আসিফ আরও বলেন, যদি কাবুল ইসলামাবাদে হামলা করে তাহলে পাকিস্তান ৫০ গুণ বেশি শক্তিতে এর জবাব দেবে। ভারত নীচু মাত্রার যুদ্ধ করতে চায় এবং দেশটি কাবুলকে ব্যবহার করছে।

ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, ইস্তাম্বুলে যখন শান্তিচুক্তিতে পৌঁছানো হচ্ছিলো, তখন কাবুলকে বলা হচ্ছিলো এবং সেসব চুক্তি আটকানো বা প্রত্যাহার করা হয়েছিলো। আমি মনে করি এই আলোচনা সাজানো। আমাদের কাছে একটি চুক্তি ছিল, কিন্তু পরে তারা কাবুলকে ফোন করে ওই চুক্তি থেকে সরে আসে।

তবে এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য বলে আগেই উড়িয়ে দিয়েছে কাবুল। আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব এসব অভিযোগকে অভিনির্ভরযোগ্য ও অসাংঘাতিক দাবিও বলে নস্যাৎ করেছেন এবং জানিয়ে দিয়েছেন আফগানিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।

Scroll to Top