বাংলাদেশ বনাম স্বাগতিক ভারতের মধ্যকার নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কয়েক দফা বৃষ্টির পর শেষ পর্যন্ত ফল ছাড়াই শেষ করতে হয়েছে ম্যাচটিকে।
রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে। বাংলাদেশ আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১১৯ রান তোলে। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬। জবাব দিতে নেমে ৮.৪ ওভারে বিনা উইকেট হারিয়ে ৫৭ রান তুলে ফেলে ভারত। তারপর আবারও বৃষ্টি। বৃষ্টির মাত্রা এতোটাই বেশি ছিল যে ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি। যাতে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
নারী বিশ্বকাপে আজকের ম্যাচটা ছিল স্রেফ নিয়ম রক্ষার। কারণ বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ভারতও আগেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে। বৃষ্টিতে আজ এক পয়েন্ট পাওয়ায় ৭ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৩। ৭ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।
রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিংয়ে ছিল ধীর গতির। ওপেনার সুমাইয়া ৬ বলে ২ রান করে ফিরেন। অপর ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকও বেশ ধীরগতিতে খেলেন—৩২ বলে ১৩ রান করার পর আক্রমণাত্মক হতে গিয়ে আউট হন।
বৃষ্টির কারণে টস বিলম্বিত হয় প্রায় ৩৫ মিনিট, টসের পর আবারও নামে বৃষ্টি। দ্বিতীয় দফার বৃষ্টিতে দুই ঘণ্টার বেশি সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে ৫০ ওভার থেকে ৪৩ ওভারে আসে। তবে ১২ ওভার ২ বল খেলার পর আবারও বৃষ্টি নামে। এতে ম্যাচ আরও ছোট হয়ে ২৭ ওভারে নামিয়ে আনা হয়।
বৃষ্টি শেষে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি—২৪ বলে করেন ৯ রান। এরপর মিডল অর্ডারে সোবহানা মোসতারি আক্রমণাত্মক ব্যাটিংয়ে গতি ফেরান ইনিংসে। তিনি ২১ বলে ২৬ রান করেন। শারমিন আক্তার একপ্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৩৬ রান করেন। শারমিনই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। তার ইনিংসেই বাংলাদেশের স্কোর তিন অঙ্ক ছুয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থেমেছে বাংলাদেশ।


