ট্রাম্পের ‘রিগ্যান বিজ্ঞাপন’ বিতর্কে কানাডার পণ্যে নতুন শুল্ক ঘোষণা | চ্যানেল আই অনলাইন

ট্রাম্পের ‘রিগ্যান বিজ্ঞাপন’ বিতর্কে কানাডার পণ্যে নতুন শুল্ক ঘোষণা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৫ অক্টোবর) কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রোনাল্ড রিগ্যানের এক পুরনো ভাষণ ব্যবহার করে কানাডায় প্রচারিত এক বিজ্ঞাপনকে “ভুয়া ও বিভ্রান্তিকর” দাবি করে তিনি এই পদক্ষেপ নেন।

সংবাদমাধ্যম দ্যা নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপনটি অন্টারিও প্রদেশে তৈরি করা হয়, যেখানে রিগ্যানের ১৯৮৭ সালের এক ভাষণের অংশ ব্যবহার করা হয়েছিল। ট্রাম্পের অভিযোগ রিগ্যানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ ঘটনার পর তিনি কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন।

ট্রাম্প বলেন, তথ্য বিকৃতি ও শত্রুতাপূর্ণ আচরণের কারণে কানাডার পণ্যে শুল্ক ১০ শতাংশ বাড়ানো হচ্ছে। তবে তিনি কোন পণ্যের ওপর নতুন শুল্ক প্রযোজ্য হবে, তা বিস্তারিত জানাননি।

কানাডার বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডমিনিক লে ব্ল্যাং প্রতিক্রিয়ায় বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্টিল, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল খাতে শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলমান।

বিশ্লেষকদের মতে, একটি বেসবল খেলার সময় প্রচারিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভোক্তাদের জন্যও ব্যয় বাড়িয়ে তুলতে পারে।

Scroll to Top