এটি হৃদয়বিদারক— বললেন বাংলাদেশ অধিনায়ক

এটি হৃদয়বিদারক— বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলংকাকে হারাতে পারলে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকত বাংলাদেশ। কাল রাতে সেই সুযোগটাও পেয়েছিলেন বাংলাদেশের নারীরা। জয়ের জন্য একটা সময় বাংলাদেশ দলের প্রয়োজন ছিল ৫ ওভারে ২৭ রান, হাতে তখন উইকেট ৭টি।

একটা পর্যায়ে সেই সমীকরণ দাঁড়ায় ৯ বলে ১০ রান, হাতে তখন ৬ উইকেট। ক্রিজে ছিলেন সেট ব্যাটার। তবুও শেষ ওভারে তালগোল পাকিয়ে কিনা ম্যাচ হেরেছে বাংলাদেশ।

এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এমন হার মানতে কষ্ট হবে সেটাই স্বাভাবিক। চলতি বিশ্বকাপে এর আগে আরও দুটি ম্যাচ এমন জয়ের সম্ভবনা জাগিয়ে হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও  জিততে পারেনি টাইগ্রেসরা।

কাল ম্যাচ শেষে সেসব আক্ষেপই ঝড়ছিল বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। বলছিলেন, ‘আমরা এমন ৩টি ম্যাচ হারলাম। এটি অবশ্যই হৃদয়বিদারক। কোনো কোনো মুহূর্তে, কোনো কোনো পরিস্থিতিতে আমরা নিজেদের পরিকল্পনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা নিয়মিত উইকেট হারিয়েছি, স্নায়ুর চাপ ধরে রাখতে পারিনি।’

শেষ দিকে স্নায়ূচাপেই হেরেছে বাংলাদেশ।  চাপ নিতে বারবারই ব্যর্থ বাংলাদেশ। নিগার সুলতানা বলেন, ‘এই ধরনের রান তাড়ায় আমরা টিভিতে দেখেছি, অন্য দলগুলো ক্রিজে নিজেদের ধরে রেখেছে। কিন্তু আমরা সেটি পারিনি। আমরা এই চাপ নিতে পারিনি। আমাদের এটি নিয়ে ভাবতে হবে।’

আগে বোলিং করে শ্রীলংকাকে ২০২ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী দলের। তবে চতুর্থ উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুপ্তার ৮২ রানের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

শারমিন সুপ্তা আহত হয়ে মাঠ ছাড়লে পরে স্বর্ণা আক্তারও ভালো খেলছিলেন। কিন্তু শেষ দিকে গিয়ে কেন জানি তালগোল পাকিয়ে ফেললেন বাংলাদেশের মেয়েরা।

নিগার সুলতানা বলেন, ‘যেভাবে ব্যাটিং করছিলাম, শুরু থেকেই এটি আমাদের ম্যাচ ছিল। আমি আর সুপ্তা খুব ভালো ব্যাট করছিলাম। সে যখন ক্র্যাম্পের কারণে বাইরে চলে গেল, মোমেন্টামও কিছুটা বদলে গেছে। তখন (সুপ্তা মাঠ ছাড়ার পর) স্বর্ণা এসেছে এবং আবার জুটি গড়তে হয়েছে আমাদের। ভালোই যাচ্ছিল। তবে আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। এই রান তাড়ার করার মতো ছিল।’

বিশ্বকাপে বাংলাদেশের আর এক ম্যাচ বাকি। শক্তিশালী ভারতের বিপক্ষে সেই ম্যাচটা এখন কেবলই নিয়মরক্ষার।

Scroll to Top