ঢাকা: শ্যামাপূজা উপলক্ষ্যে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী শিমু দে’র একক নিবেদন ‘কোথায় রে মা এলোকেশী’। রোববার (২০ অক্টোবর) গানটি শিমু দে’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।
গীতিকার মোহাম্মদ রাজিবুল হাসানের কথা ও সংগীতজ্ঞ হিমাদ্রি শেখরের সুরে এর সংগীতায়োজনে ছিলেন এস এম নাসির উদ্দিন। এছাড়া তবলায় ছিলেন বিশিষ্ট তবলাশিল্পী পল্লব স্যানাল ও বাঁশিতে মামুনুর রশিদ।
গানটি নিয়ে শিমু দে বলেন, ‘শ্যামা মাকে শ্রদ্ধার্ঘ হিসেবে আমাদের এই আয়োজন। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’