টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহিদুলের অভিষেক

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহিদুলের অভিষেক

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে তিন দিন আগেই দেশে ফিরেছেন তারা। বাংলাদেশের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ। অনেক দিন পর দলে ফিরেছেন সৌম্য সরকার। অভিষেক হচ্ছে মাহিদুল ইসলামের। বাদ পড়েছেন শামীম হোসেন।

একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। জায়গা হয়নি আগের ম‍্যাচে খেলা পেসার হাসান মাহমুদের।

ভারসাম‍্যপূর্ণ দল নিয়েই আজ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজরা নামছে তিন পেসার ও স্পিনার নিয়ে।প্রথম ম‍্যাচে জায়গা হয়নি আমির জাঙ্গু, শামার জোসেফ, আকিম ওগিস ও জেডিয়াহ ব্লেডসের।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড

Scroll to Top