আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে আপনারা অবগত কি না, যে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে, এমন এক দলের নেতার সঙ্গে কূটনীতিকদের বৈঠককে কীভাবে দেখছেন, সে প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে।
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাঁরা তো একজন ব্যক্তির বাসায় গেছেন। তিনি অপরাধী হলে তো তাঁকে নিশ্চয় কাস্টডিতে (নিরাপত্তা হেফাজতে) রাখা হতো। তা তো হয়নি।