গাজা। দীর্ঘ অবরোধ, চলমান সংঘাত, এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র অভাবে মানুষের জীবন এখন এক কঠিন বাস্তবতার মধ্যে। খাবারের দাম আকাশছোঁয়া। প্রতিদিনের রুটি, ডাল, এমনকি ত্রানে পাওয়া পাস্তার প্যাকেটও এখন দুষ্প্রাপ্য। তবুও এই সংকটের মধ্যে জীবন তো আর থেমে থাকে না।
The post কি খেয়ে বেঁচে আছে গাজার মানুষ? appeared first on চ্যানেল আই অনলাইন.