মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি বলেন, ওই শিশুরা রাতে তাঁর আড়ত থেকে মাছ চুরি করে করেছে। এ জন্য তিনি দুজনকে ধরে আনেন। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের হাত-পা বেঁধে রাখা হয়। এ সময় চুরির প্রমাণ রাখতে তিনি ইলিশ মাছ দিয়ে ছবি তোলেন। তিনি বলেন, ওই দুজন আগেও চুরি করেছে, যা স্থানীয়ভাবে সালিস-মীমাংসা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।