৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান

৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান

৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের একাদশ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন একই দলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, যিনি সাড়ে ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন একক দ্বিতীয় স্থানে।

১৩ রাউন্ডের এই চ্যাম্পিয়নশিপে আগামী রাউন্ড ফাহাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যদি আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগরকে হারাতে পারেন এবং নিয়াজ মোরশেদ শাকের উল্লাহর বিপক্ষে ড্র করেন, তবে ফাহাদ এক রাউন্ড বাকি থাকতেই জাতীয় চ্যাম্পিয়ন হবেন। তবে দুইজনই জয়ী হলে শিরোপা নির্ধারিত হবে শেষ রাউন্ডে, যেখানে ফাহাদের একটি ড্র-ই যথেষ্ট হবে।

এই মুহূর্তে সাত পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় এবং আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। চতুর্থ স্থানে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে আছেন সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। ছয় পয়েন্ট করে নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। ষষ্ঠ স্থানে আছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, যার সংগ্রহ সাড়ে পাঁচ পয়েন্ট।

আজকের একাদশ রাউন্ডে বেশিরভাগ খেলাই ড্রয়ে শেষ হয়। ফাহাদ রহমান আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের বিপক্ষে সাদা ঘুঁটি নিয়ে ফোর নাইটস গেমে ২৫ চালে ম্যাচ ড্র করেন। অপরদিকে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ মিনহাজ উদ্দিনের কুইন্স ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৪৮ চালে ড্র করেন। আর তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদের মধ্যকার ম্যাচটি ১৪ চালে ক্যাটালন ওপেনিংয়ে ড্রয়ে নিষ্পত্তি হয়।

আগামী রাউন্ডেই নির্ধারিত হতে পারে নতুন জাতীয় দাবা চ্যাম্পিয়নের নাম।

Scroll to Top