খাগড়াছড়ির ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ

খাগড়াছড়ির ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। সেখানকার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, পাহাড়ে তিনজন নিহতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেভাবেই হোক, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কোন ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। কিভাবে ৩ জন মানুষ নিহত হলো এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাহাড়ের এ ঘটনায় ভারত বা ফ্যাসিস্ট গোষ্ঠী ব্রাশফায়ার করেছে, এ অস্ত্র বাইরে থেকে এসেছে। এমন তথ্য যদি সত্য হয়, তাহলে বিষয়টি উদ্বেগজনক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়কে স্থিতিশীল করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আমাদের সবার। পাহাড়ও এর ব্যতিক্রম নয়। পাহাড়ে সহিংসতা, ভীতি ও উসকানি কখনোই সমাধান নয়। এগুলো কেবল পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। সেজন্য বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তবে কোনভাবেই যেন সাধারণ মানুষের প্রাণহানি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ বলছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, সেনাবাহিনী সদস্যের ওপর আক্রমণ করা হয়েছে। এটিও কোনভাবে গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করে আসছে। সেনা সদস্যদের ওপর আক্রমণ হলে পুরো পাহাড় অনিরাপদ হয়ে উঠবে। কে বা কারা তাদের ওপর হামলা করেছে সে বিষয়েও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Scroll to Top