বিসিবি নির্বাচনের পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম – DesheBideshe

বিসিবি নির্বাচনের পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম – DesheBideshe

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৫টা পর্যন্ত। তখন পর্যন্ত ৫১টি ফরম জমা পড়ে। যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের মধ্যে একজন আছেন ঢাকা বিভাগের মনোনয়নপ্রাপ্ত (আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান)। ফলে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।

মনোনয়ন বাতিল হওয়ার কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে দুই রকম স্বাক্ষরের কথা৷। এ বিষয়ে ফুয়াদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যিনি স্বাক্ষর করেছিলেন তার ভোটার আইডি কার্ডের সাথেই তো মিল আছে। উনারা বলেছে যে কাউন্সিলর ফর্ম এর সাথে মিল নাই, আমি বলেছি যে এটা তো আসলে আচরণ বিধিতে দেননি। সরকার স্বকৃীত যে স্বাক্ষর সেটা থাকলে তো সমস্যা হওয়ার কথা না।’

‘সেখানে তো নাম্বার দেয়া ছিল তার কাছে ফোন করলে জানতে পারতো যে তার স্বাক্ষর কি না। কালকে আপিল করব এবং যে সমর্থন করেছিল তার স্বাক্ষর থাকবে তারপর আমার স্বাক্ষর। তারপরে যদি বাতিল করে আমি কোর্টে যাব। আমি নির্বাচন করার জন্যই তো মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি সারাজীবন ক্রীড়া সংগঠক হিসেবে কারো সাথে আপোষ করিনি সংগ্রাম করেই টিকে আছি বাকি জীবন তাই করব।’

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার, আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।

তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তির সূচি রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আবেদন করার অধিকার রয়েছে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল থেকে ১ জন মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নেন ৩ জন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫



Scroll to Top