ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কবি রেফাত আলারির নিহত – DesheBideshe

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কবি রেফাত আলারির নিহত – DesheBideshe

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কবি রেফাত আলারির নিহত – DesheBideshe

জেরুজালেম, ০৮ ডিসেম্বর – গাজায় অব্যাহত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ২ মাস পার করেছে। ইসরায়েলের এ বিমান হামলায় ফিলিস্তিনের বিখ্যাত কবি রিফাত আলারি নিহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিফাত আলারি ফিলিস্তিনের বিখ্যাত কবি ছিলেন। তবে কিছু কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়েছিলেন। তিনি গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ছিলেন। গাজার যুবকদের সংগঠিত করার জন্য কাজ করাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন তিনি। বুধবার ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটিতে বেশ কয়েকজন পরিবাবের সদস্যসহ তিনি নিহত হন।

গাজার কবি মোসাব আবু তোহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, আমার হৃদয় ভেঙে গেছে।

আলারি উই আর নট নাম্বারস প্রজেক্টের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। এটি মূলত গাজার তরুণদের লেখনীর ওপর কর্মশালা করিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির আরেক সহপ্রতিষ্ঠাতা পাম বেইলি আলজাজিরাকে বলেন, তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়ে গেল। অসংখ্য মানুষ তার লেখা আর কবিতার মধ্য দিয়ে তাকে জানত। তার জন্য অনেক লোক তাকে ভালোবাসত বলেই আজ আপনারা তার কথা শুনছেন। তিনি গাজার মানুষের সংগ্রামকে মানবিক আকারে তুলে ধরেছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩

Scroll to Top