ঢাকা, ১৯ সেপ্টেম্বর – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিন তিনি অসুস্থ বোধ করলে তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের সংবাদ মাধ্যম জানায়, এবাদত হোসেনের বাবা ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
গতকাল সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে এবাদত তাকে সিলেটের হাসপাতালে নিয়ে যান।
এবাদত বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাবা হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজে তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কল্পনা করিনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
আজ শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৫