লন্ডনে ডানপন্থীদের সমাবেশ: ইলন মাস্কের ‘ফাইট অর ডাই’ বার্তা | চ্যানেল আই অনলাইন

লন্ডনে ডানপন্থীদের সমাবেশ: ইলন মাস্কের ‘ফাইট অর ডাই’ বার্তা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লন্ডনে ডানপন্থীদের অন্যতম বড় সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” নামে এক বিশাল সমাবেশে সংঘর্ষের ঘটনায় পুলিশ অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ২৬ জন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বজুড়ে ডানপন্থী নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টেসলা ও এক্স-এর মালিক ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেন, তোমরা একটি মৌলিক সংকটের মুখে দাঁড়িয়ে আছো, চাইলেও না চাইলেও সহিংসতা আসছে। তুমি হয় লড়াই করো, না হয় মরো।

ইলন মাস্ক তার বক্তব্যে দাবি করেন, বামপন্থীরা হত্যা ও হত্যাকে উদযাপন করে। তার এই মন্তব্যকে অনেকেই উসকানিমূলক বলে সমালোচনা করেছেন।

যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি সামাজিক মাধ্যমে বলেন, এই ডানপন্থী সন্ত্রাসীরা ব্রিটেনকে প্রতিনিধিত্ব করে না।

ডানপন্থী ফরাসি রাজনীতিক এরিক জেমোর এবং জার্মানির অভিবাসনবিরোধী দল এএফডি-এর পেটার বাইস্ট্রনও বক্তব্য রাখেন। জেমোর তার বক্তব্যে তথাকথিত “গ্রেট রিপ্লেসমেন্ট” ষড়যন্ত্র তত্ত্বের পুনরাবৃত্তি করেন, যা দাবি করে ইউরোপীয় শ্বেতাঙ্গদের পরিকল্পিতভাবে অশ্বেতাঙ্গ অভিবাসীদের দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে।

লন্ডনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাট টুইস্ট বলেন, অনেকেই শান্তিপূর্ণ প্রতিবাদের উদ্দেশ্যে এসেছিলেন, তবে কিছু মানুষ স্পষ্টতই সহিংসতার উদ্দেশ্যে এসেছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সহিংসতা, পুলিশের ওপর আক্রমণসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুলিশের আহতদের মধ্যে কারও দাঁত ভেঙেছে, কারও নাক ভাঙার সম্ভাবনা আছে, কেউ মাথায় আঘাত পেয়েছে এবং একজনের মেরুদণ্ডের ডিস্ক সরে গেছে।

বিপরীত দিকে “ফ্যাসিবাদের বিরুদ্ধে পদযাত্রা” নামে পাল্টা বিক্ষোভে অংশ নেয় প্রায় ৫ হাজার জন, যা আয়োজিত হয়েছিল “স্ট্যান্ড আপ টু রেসিজম” সংগঠনের পক্ষ থেকে। দুই বিক্ষোভকারী দলের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ বাধা দেয়।

বিক্ষোভকারীরা “স্টপ দ্য বোটস”, “সেন্ড দেম হোম”, “এনাফ ইজ এনাফ, সেভ আওয়ার চিলড্রেন” ইত্যাদি স্লোগান লেখা ব্যানার বহন করছিলেন।

Scroll to Top