সুপার ফোরে উঠতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন হার্শা

সুপার ফোরে উঠতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন হার্শা

হংকংকে সহজেই হারিয়ে সুপার ফোরে ওঠার স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। শ্রীলংকাকে হারালেই নিশ্চিত হতো পরের রাউন্ডে খেলা। তবে বাংলাদেশের সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে লংকানরা। ৩২ বল বাকি থাকতেই হার মেনেছে বাংলাদেশ, ফিকে হয়ে গেছে পরের রাউন্ডের স্বপ্ন। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে অবশ্য বলছেন, হারের কথা ভুলে গিয়ে আফগানদের বিপক্ষে ম্যাচেই পূর্ণ মনোযোগ দিতে হবে লিটন দাসদের।

শ্রীলংকার বিপক্ষে গত রাতের হারে রান রেটে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। শ্রীলংকা ও আফগানিস্তান দুই দলেরই রান রেট বাংলাদেশের চেয়ে অনেক ভালো। গ্রুপে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের রান রেট এখন ঋণাত্মকে। সুপার ফোরে যেতে হলে শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারানোর বিকল্প নেই লিটন-জাকেরদের সামনে।

বাংলাদেশকে নিজেদের ভুল উপলব্ধি করে আফগানদের বিপক্ষে মাঠে নামার পরামর্শ ভোগলের, ‘বাংলাদেশকে সবার আগে ভুলে যেতে হবে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে কী হয়েছে। এখন ভাবতে হবে কীভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। এত দূর ভাবার দরকার নেই, আগে আফগানিস্তানকে হারাও। এরপর দেখো নেট রান রেট কেমন দাঁড়ায়। অনেকে বেশি আগেভাগে ভাবা শুরু করে। আগে ২ পয়েন্ট নিয়ে নাও। আর এটা ভাবো কোথায় কোথায় ভুল ছিল।’

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও করেছেন হার্শা ভোগলে, ‘বাংলাদেশের এই হার এমন দলের বিপক্ষে যাদের তারা আগে হারিয়েছে। কিন্তু এবার মনে হয়েছে ওরা লড়াইয়ের মাঝেই নেই। আমরা আশা করেছিলাম তারা শ্রীলংকাকে কঠিন টক্কর দেবে। আফগানিস্তানের বিপক্ষে বড় ম্যাচে ওদের একেবারেই ঘুরে দাঁড়াতে হবে। তাদের দলে আফগানদের হারানোর মতো ক্রিকেটার আছে।

আগামী ১৬ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

Scroll to Top